NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

অরিজিতের কনসার্ট, টিকিটের দাম ১৬ লাখ


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ১১:৫০ এএম

>
অরিজিতের কনসার্ট, টিকিটের দাম ১৬ লাখ

একের পর এক সুপারহিট গান গেয়েছেন অরিজিৎ সিং। তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। বলিউডের প্রথম সারির গায়ক হয়ে উঠেছেন তিনি। তাই তার চাহিদাও এখন ব্যাপক। আগামী বছর ভারতের চারটি শহরে হতে চলেছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। সেই কনসার্টের টিকিটের দাম শুনে অবাক অরিজিতের ভক্তরা।

জানুয়ারি মাসে পুণেতে অনুষ্ঠিত হতে চলেছে অরিজিতের কনসার্ট। ৯৯৯ টাকা থেকে শুরু টিকিটের দাম। তবে এই কনসার্টের সর্বাধিক টিকিটের দাম ১৬ লাখ টাকা। প্রিমিয়াম লাউঞ্জের টিকিটের দাম শুরু ১০ লাখ টাকা থেকে।

কেন টিকিটের এত দাম? জানা যাচ্ছে এই প্রিমিয়াম লাউঞ্জ থাকবে স্টেজের পাশে। গান শোনার পাশাপাশি এই লাউঞ্জে থাকছে খাওয়া-দাওয়ার নানা ব্যবস্থা। মেনুতে থাকছে তিনটি ভেজ স্টার্টার, তিনটি নন ভেজ স্টার্টার, ভেজ ননভেজ মিলিয়ে দুটি মেইন কোর্স, একটি ডেজার্ট, পানীয়তে থাকবে একটি বিয়ার ও আনলিমিটেড অ্যালকোহল। এই টিকিট পাবেন ৪০ জন শ্রোতা।

তবে প্রিমিয়াম লাউঞ্জের বাইরেও আছে প্রচুর টিকিট। তার মধ্যে ৯৯৯ ও ১৯৯৯ টাকার টিকিটে দাঁড়িয়েই এই শো দেখতে হবে। ৩৯৯৯, ৪৯৯৯ ও ৮৯৯৯ টাকার টিকিটে বসেও দেখা যাবে অরিজিতের অনুষ্ঠান।

এদিকে কনসার্টের টিকিটের দাম শুনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, অরিজিতের প্রবল ফ্যান তারা। তবে টিকিটের এই দাম মেনে নেওয়া যায় না। কেউ কেউ কটাক্ষ করেছেন অরিজিতকেও। আগামী ২৭ জানুয়ারি বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে কনসার্ট।