খবর প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৭ পিএম
স্পোর্টস ডেস্ক: জিতলেই শেষ ষোলোর টিকিট পাওয়া যাবে―এমন সমীকরণে দাঁড়িয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছিল বেলজিয়াম। কিন্তু তাদের খেলায় কোনো ধার দেখা গেল না। প্রথমার্ধে মরক্কোর একটা গোল বাতিল হয়েছিল ভার-এর সাহায্যে। দ্বিতীয়ার্ধে নিষ্ঠুরভাবে তার প্রতিশোধ নিল মরক্কো।
৭৩তম মিনিটে আবদেলহামিদ সাবেরি এবং যোগ করার সময়ের ৯২ মিনিটে জাকারিয়া আবুখালের গোলে তারা বেলজিয়ামকে উড়িয়ে দিয়েছে।
বিস্তারিত আসছে....