NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

ক্ষোভের মুখে ঋষি সুনাকের বাগানের ১৩ লাখ পাউন্ডের ভাস্কর্য


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ এএম

ক্ষোভের মুখে ঋষি সুনাকের বাগানের ১৩ লাখ পাউন্ডের ভাস্কর্য

আর্ন্তজাতিক ডেস্ক: ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তরের বাগানে সম্প্রতি একটি ব্রোঞ্জ ভাস্কর্য বসানো হয়েছে। একজন বিখ্যাত ইংরেজ শিল্পীর তৈরি এ ভাস্কর্যটি কিনতে ব্রিটিশ সরকার ১৩ লাখ পাউন্ড খরচ করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকার সমান। ব্রিটিশ সরকারের এই ক্রয় 'অতিরিক্ত' হিসেবে অনেকের কাছে সমালোচিত হয়েছে।

দ্য সান পত্রিকার মতে, 'ওয়ার্কিং মডেল ফর সিটেড উইমেন' নামের বিমূর্ত ভাস্কর্যটি ১৯৮০ সালে ভাস্কর হেনরি মুর তৈরি করেছিলেন।

 

ধারণা করা হয়েছে, গত মাসে একটি নিলামে ভাস্কর্যটি বিক্রি করা হয়েছিল এবং যুক্তরাজ্যের করদাতাদের অর্থায়নে পরিচালিত সরকারি শিল্প সংগ্রহ বিভাগ সেখান থেকে এটি কিনে নেয়।

 

যুক্তরাজ্যে ঘটনাটি এমন সময় ঘটল যখন দেশটি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে। সেখানকার মানুষের জীবনযাত্রার ব্যয় আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। খরচ কমানোর জন্য সরকারি তহবিল ব্যবহার করা হচ্ছে।

একজন বিশেষজ্ঞ দ্য সানকে বলেছেন, 'এটি মুরের নারী ভাস্কর্য সংগ্রহের খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি শিল্পকর্ম। কিন্তু তবুও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে এটিকে অযৌক্তিক ব্যয় হিসেবে বিবেচনা করা যেতে পারে। '

বৃহস্পতিবার আংশিকভাবে আচ্ছাদিত ভাস্কর্যটি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, শিল্পকর্মটি সংগ্রহের সিদ্ধান্তের সঙ্গে কোনো রাজনীতিবিদ জড়িত ছিলেন না।

ভাস্কর্যটির নিলাম সংস্থা ক্রিস্টির ওয়েবসাইট অনুসারে, ভাস্কর্যটি গর্ভধা্রণ তথা মাতৃত্বের শক্তিশালী অনুভূতি প্রকাশ করে।

প্রসঙ্গত, যুক্তরাজ্যের সরকারি শিল্প সংগ্রহ বিভাগের মালিকানায় লন্ডনের হোয়াইট হল এবং সারা বিশ্বে বিভিন্ন স্থাপনাজুড়ে ১৪ হাজারেরও বেশি মূল্যবান শিল্পকর্ম রয়েছে।

হেনরি স্পেন্সার মুর ১৯৮৬ সালে মারা যান। তাঁকে ২০ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটিশ শিল্পীদের একজন বলে মনে করা হয়। সূত্র : এনডিটিভি