খবর প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪, ০১:৫৬ পিএম
প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে একদম খাদের কিনারায় চলে যায় আর্জেন্টিনা। মেক্সিকোর সঙ্গে ম্যাচের সমীকরণ দাঁড়ায় ‘ডু অর ডাই’। এরমধ্যে ম্যাচের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও কাঙ্খিত সেই গোলের দেখা মিলছিল না। এবার ত্রাতা হয়ে এলেন খুদে জাদুকর মেসি। বাঁ পায়ের দূরপাল্লার শটে উৎসবে ভাসালেন পুরো বিশ্বের ভক্ত-সমর্থকদের। উল্লাসে ফেঁটে পড়ল বাংলাদেশের মেসি-আর্জেন্টাইন সমর্থকেরাও।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি ফুটবলে আর্জেন্টিনার অন্ধভক্ত। মেসি বলতেই পাগল তিনি। মেসির গোল তারসঙ্গে আর্জেন্টিনার জয় উচ্ছ্বাস যেন বাঁধ মানছিল না তার। রবিবার (২৭ নভেম্বর) দিবাপূর্ব রাতে একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। ক্যাপশনে তিনি লিখেছেন, মেসি একটা ভালোবাসা। সঙ্গে ছিল লাভ ইমোজি।