NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

চুমু দিয়ে চড় খেলেন সুনেরাহ


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৪, ০৮:২৭ পিএম

>
চুমু দিয়ে চড় খেলেন সুনেরাহ

‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’-এর মঞ্চে গান গাইছেন জেমস। হুডি পরে দর্শক সারিতে দাঁড়িয়ে গান উপভোগ করছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আচমকা এক তরুণী এসে সিয়ামের গালে চুমু দিয়ে বসেন। ঘটনার আকস্মিকতায় সিয়ামও ওই তরুণীর গালে সপাট চড় বসিয়ে দেন। চড় খেয়ে চুপসে যান ওই তরুণী। কিছু না বলে মুখ ঢেকে স্থান ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপস। নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল ফুটেজটি।

ভিডিও দেখে ওই তরুণীর পরিচয় জানা গেছে। তিনি ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। হঠাৎ কেন সিয়ামকে চুমু খেতে গেলেন সুনেরাহ— এই প্রশ্নের উত্তরে একেকজন যখন একেকরকম মন্তব্য করছে তখনই মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, অন্তর্জালে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে ‘অন্তর্জাল’ ছবির শুটিংয়ের দৃশ্য। চিত্রনাট্যের প্রয়োজনেই সিয়ামকে চুমু খাওয়া এবং প্রত্যুত্তরে সিয়ামের চড় হজম করা।

উল্লেখ্য, দীপংকর দীপন পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম ও সুনেরাহ। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিতব্য চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক দীপংকর দীপন।