NYC Sightseeing Pass
Logo
logo

২৭ নভেম্বর দেশে ফিরছেন রওশন এরশাদ


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১১:৪৭ এএম

>
২৭ নভেম্বর দেশে ফিরছেন রওশন এরশাদ

থাইল্যান্ডের ব্যাংকের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। 

আগামী রোববার (২৭ নভেম্বর) তার দেশে ফিরে আসার কথা রয়েছে। 

রওশন এরশাদের একান্ত সচিব এ. কে. এম. আবদুর রহিম ভূঞা জানান, বিরোধীদলীয় নেতা রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজ বিমানযোগে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন। এরপর বাংলাদেশে সময় দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। এসময় তার ছেলে রাহগীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

রওশন এরশাদ ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট অধিবেশন শেষে দ্বিতীয় দফায় গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যান। প্রায় ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরছেন তিনি।