NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আর্জেন্টিনার হারে পরীর কষ্ট কমাতে যা করলেন রাজ


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০৩:১৭ এএম

>
আর্জেন্টিনার হারে পরীর কষ্ট কমাতে যা করলেন রাজ

মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে ম্যাচ হেরে যায় আর্জেন্টিনা। এই হারে কোটি ভক্তের মতো পরীমণিও কষ্ট পেয়েছেন। আর তার কষ্ট কিছুটা লাঘব করতে এগিয়ে এসেছেন তার স্বামী শরিফুল রাজ।

বুধবার (২৩ নভেম্বর) রাতে পরী তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। সেই ছবিতে দেখা যায়, রাজ তাদের সন্তানকে কোলে নিয়ে আছেন আর রাজের গায়ে আর্জেন্টিনার জার্সি।



পরী ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন: 'উনি (রাজ) ব্রাজিলের সাপোর্টার মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে! কেমনডা লাগে।’

মাঝে পরীর স্ট্যাটাস দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো তাদের সংসারের ভবিষ্যৎ ভালোর দিকে নেই। তবে তাদের একজনের অপরজনের কেয়ারিং দেখে বোঝাই যাচ্ছে বেশ ভালোই আছেন তারা।