NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১৬, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
পৃথিবীর ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের হাতে: প্রধান উপদেষ্টা সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের দিল্লি ক্যাপিটালসে ডাক পেলেন মোস্তাফিজ লন্ডনের মঞ্চে ‘ডিডিএলজে’, চমকে দিলেন শাহরুখ খান জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার -প্রেস সচিব শিগগিরই মিসরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি : স্বরাষ্ট্র উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভারতের হামলায় ১১ সেনা নিহত, আহত ৭৮: পাকিস্তান আইএসপিআর কেন দাম কমে গেছে সুপারস্টার নয়নতারার পর্দা নামলো সেলিব্রিটি ক্রিকেট লিগের, বিজয়ী গিগাবাইট টাইটানস
Logo
logo

মার্কিন প্রেসিডেন্ট যেভাবে তার ৮০তম জন্মদিন উদযাপন


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৭:১০ এএম

মার্কিন প্রেসিডেন্ট যেভাবে তার ৮০তম জন্মদিন উদযাপন

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার (২০ নভেম্বর) তার ৮০তম জন্মদিন উদযাপন করছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৬তম এই প্রেসিডেন্ট বড় একটি মাইলফলকও অর্জন করেছেন। কারণ তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ক্ষমতায় থাকাকালীন ৮০তম জন্মদিন উদযাপন করছেন।

প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনের পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউস খুব বেশি কিছু প্রকাশ করেনি।

 

তবে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফার্স্ট লেডি জিল বাইডেন এবং পরিবারের অন্য সদস্যরা জন্মদিন উপলক্ষে প্রাতঃরাশ এবং দুপুরের খাবারের পরিবর্তে দেরি করে সকালের নাশতা বা ব্রাঞ্চ করবেন। জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনও সেখানে যোগ দেবেন বলে জানা গেছে।

 

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট দিনের বাকি সময় কিভাবে কাটাবেন সে সম্পর্কে গণমাধ্যম আর কোনো তথ্য পায়নি।

মজার ব্যাপার হলো, জো বাইডেনের পুরো পরিবার ইতিমধ্যে ওয়াশিংটন ডিসিতে রয়েছে। কারণ তারা বাইডেনের নাতনির বিয়ের জন্য একত্র হয়েছে। ১৯ নভেম্বর হোয়াইট হাউসের দক্ষিণ লনে তার নাতনি নাওমি বাইডেনের সঙ্গে পিটার নিলের বিয়ে হয়।

বিবিসি জানিয়েছে, ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের নাতনির বিয়ে হিসেবে এটিই ছিল প্রথম বিয়ে, যেখানে নাওমি বাইডেন নববধূ হিসেবে হোয়াইট হাউসের বারান্দায় হেঁটেছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে শুক্রবার সাংবাদিকদের জানান, বাইডেনের পরিবারের সদস্যরা সাধারণত থ্যাংকসগিভিং দিবসের আগের বুধবার প্রেসিডেন্টের জন্মদিন উদযাপন করে থাকেন, তবে এ বছরটি ব্যতিক্রম। যার কারণ হিসেবে কারিন বলেন, ‘পরিবারের সবাই এই সপ্তাহান্তে এখানে আসবে, তাই তারা বাইডেনের জন্মদিনের দিনই সেটি উদযাপনের সুযোগ পাবেন। ’

প্রেসিডেন্ট বাইডেনের রাজনৈতিক জীবন সম্পর্কে গুজব এবং তার বয়স সম্পর্কে প্রশ্নের কারণে এবারের জন্মদিন উদযাপন সাদামাটাভাবে আয়োজন করা হবে।

এদিকে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে, বিশেষ করে ২০২৪ সালে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচন করবেন কি না তা নিয়েও জল্পনা চলছে। জো বাইডেন এর আগে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার জন্য তার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, তবে তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেননি।

সূত্র : এনডিটিভি