NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

ডানে-বামে সব দিকে ব্রাজিল: ওমর সানী


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৫ এএম

>
ডানে-বামে সব দিকে ব্রাজিল: ওমর সানী

আর মাত্র ১ দিন বাকি! আগামীকাল (রবিবার) থেকেই আরব দেশ কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের ধুন্ধুমার মাঠের লড়াই। তার আগে সমানতালে মাঠের বাইরে চলছে কথার যুদ্ধ। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকারাও জানান দিচ্ছেন প্রিয় দলকে সমর্থনের কথা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। ব্যক্তিগতভাবে ফুটবলে তারা দুজন সমর্থন করেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে। নিজ দলের সমর্থনে ওমর সানী ফেসবুকে একটি যুগল ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, ব্রাজিলের জার্সি পরে দাঁড়িয়ে আছেন ওমর সানী ও মৌসুমী। মৌসুমীর হাতে একটি ফুটবল।

ওই ছবির ক্যাপশনে সানী লেখেন, ‘ডাইনে যাও ব্রাজিল, বাঁয়ে যাও ব্রাজিল, সামনে যাও ব্রাজিল পেছনে যাও ব্রাজিল, নগদে ব্রাজিল, ঠিক আছে না চৌধুরী সাহেব।’

সানীর পোস্টে ‘চৌধুরী সাহেব’ বলে কাকে সম্বোধন করা হয়েছে? খুব সম্ভবত তিনি তার ভক্ত-অনুসারীদেরকেই সম্বোধন করেছেন। তাইতো মন্তব্যের ঘরে ‘সাহেবানা’ মন্তব্যে ভরে উঠেছে। যারা ব্রাজিল ভক্ত তারা লিখছেন, ‘হ্যাঁ, ঠিক আছে’। আর যারা আর্জেন্টিনা সমর্থক তারা লিখছেন, ‘না, ঠিক নেই, সব দিকে আর্জেন্টিনা’।

এমনই মজার মজার কমেন্টে প্রিয় অভিনেতার পোস্টে সাড়া দিচ্ছেন সানী-মৌসুমী ভক্তরা।