NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বললেন ট্রাম্প পাকিস্তানে ভারতের হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান শাহরুখ-প্রিয়াঙ্কার সেই সিনেমা ও সম্পর্ক আবারও আলোচনায় ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি
Logo
logo

বাংলাদেশিদের কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে অনুরোধ


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫১ এএম

>
বাংলাদেশিদের কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে অনুরোধ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথ স্কলারশিপের সংখ্যা বাড়াতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৬ নভেম্বর) মিশরের শার্ম এল-শেখে কপ-২৭ স‌ম্মেলনের ফাঁ‌কে কমনওয়েলথ মহাসচিবের স‌ঙ্গে এক বৈঠ‌কে এ অনু‌রোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
 
বৈঠকে তারা সমুদ্র সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পদ্ধতির লক্ষ্যে কমনওয়েলথ ব্লু চার্টার বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশকে শক্তিশালী চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে মহাসচিব বাংলাদেশকে কমনওয়েলথ ব্লু চার্টারের অধীনে অ্যাকশন গ্রুপগুলোর একটির নেতৃত্ব দেওয়ার কথা বিবেচনা করার জন্য অনুরোধ জানান।

ড. মোমেন মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি উচ্চ পর্যায়ের কোর গ্রুপ গঠনের জন্য কমনওয়েলথ মহাসচিবের পরামর্শকে সমর্থন করেন।

মহাসচিব পররাষ্ট্রমন্ত্রীকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে কমনওয়েলথ সদস্য দেশগুলোর তরুণদের প্রশিক্ষণের জন্য একটি নতুন সুযোগ তৈরি করার কথা জানান।

বৈঠকে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।