NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা অর্ডিন্যান্স আকারে আইন করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠনের সুপারিশ মালয়েশিয়া সফর স্থগিত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হামজা-শামিত জুটি সম্ভাবনার আরেক ধাপ অগ্রগতি কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে কমিটি গঠনের নির্দেশ - প্রধান উপদেষ্টা মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলো শিক্ষার্থীরা ইসরায়েলে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক তৃতীয় মেয়াদে ক্ষমতা চান না ট্রাম্প বাংলাদেশি হিসেবে রিশাদের রেকর্ডের দিনে লাহোরের হার ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’
Logo
logo

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডরথী রহমান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৬ পিএম

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ডরথী রহমান

ঢাকা: সংরক্ষিত আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য মোছা. ডরথী রহমান শপথ নিয়েছেন।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  শপথ গ্রহণ শেষে ডরথী রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

 

অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সংসদের সংরক্ষিত আসন-১৯-এর সদস্য এ্যানী রহমান। এরপর শূন্য ঘোষিত ওই আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডরথী রহমান।

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে ওই আসনের (যা বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে বণ্টনকৃত) শূন্যপদে উপনির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ১ নভেম্বর। ওই সময়ের মধ্যে একমাত্র ডরথী রহমান মনোনয়নপত্র দাখিল করেন। নির্ধারিত সময়ের মধ্যে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়।