NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

বিস্ফোরণের জন্য কুর্দি জঙ্গিদের দায়ী করল তুরস্ক, আটক ৪৭


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৩১ এএম

বিস্ফোরণের জন্য কুর্দি জঙ্গিদের দায়ী করল তুরস্ক, আটক ৪৭

আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ব্যস্ততম একটি সড়কে রবিবারের বিস্ফোরণের ঘটনায় বোমা স্থাপনকারী ব্যক্তিসহ ৪৭ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও তুর্কি সরকার আজ সোমবার হামলার ঘটনায় কুর্দি জঙ্গিদের দায়ী করেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেছেন, ঐতিহাসিক ও আলোড়নপূর্ণ ইস্তিকলাল এভিনিউয়ে রবিবারের হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সিরিয়ান কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া দায়ী।

ইস্তাম্বুল পুলিশ সন্দেহভাজন বোমা হামলাকারী সিরিয়ান নাগরিকের নাম দিয়েছে আহলাম আলবাশির।

 

শহরের কুকুকসেকমেস জেলায় রাতভর অভিযানে তাকে আটক করা হয়।

 

রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে রাতারাতি অভিযানের পর একটি অ্যাপার্টমেন্ট থেকে প্রধান সন্দেহভাজন একজন নারীকে পুলিশ নিয়ে যেতে দেখা যায়। কোঁকড়ানো চুল এবং বেগুনি জামা পরা ওই নারীকে পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। ভিডিওতে অ্যাপার্টমেন্ট তল্লাশি করার জন্য পুলিশকে একটি কুকুর ব্যবহার করতে এবং সোনা, টাকা এবং গোলাবারুদ পেতে দেখা যায়।

এর আগে প্রকাশ করা টেলিভিশনের একটি প্রতিবেদনে একজন ব্যক্তির ছবি দেখানো হয়েছিল, যাকে দেখতে নারী বলে মনে হয়েছিল। তিনি রাস্তার মাঝখানে ফুলের তোড়ার নিচে একটি ব্যাগ রেখে গিয়েছিলেন।

ইস্তাম্বুল পুলিশের জানিয়েছে, আলবাশির জিজ্ঞাসাবাদের সময় বলেছেন, তিনি কুর্দি জঙ্গিদের কাছ থেকে প্রশিক্ষিত এবং উত্তর সিরিয়ার আফরিন শহর হয়ে তুরস্কে প্রবেশ করেছেন।

গতকাল স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে শহরের ইস্তিকলাল এভিনিউয়ের তাকসিম স্কয়ার এলাকার একটি জনবহুল রাস্তায় বিস্ফোরণটি ঘটে। এখন পর্যন্ত এতে ছয়জন নিহত ও ৮১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।  

ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় জানিয়েছে, আহতদের মধ্যে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হাসপাতাল থেকে ৫৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইস্তিকলাল এভিনিউয়ে বিস্ফোরণের পর শত শত মানুষ পালিয়ে যায়। এটি ক্রেতা ও পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান। তুরস্কের বৃহত্তম শহরের বেয়োগলু জেলার এলাকাটিতে সপ্তাহান্তে যথারীতি ভিড় ছিল।

হামলাটি ২০২৩ সালের জুনে নির্ধারিত উত্তেজনাপূর্ণ নির্বাচনের আগে তুরস্কে আরো হামলার উদ্বেগ তৈরি করেছে। ইস্তাম্বুলে অতীতে কুর্দি, ইসলামপন্থী ও বামপন্থী জঙ্গিদের হামলা হয়েছে।

তুর্কি সরকার হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করলেও এখন পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। সূত্র : রয়টার্স