NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর : প্রেস উইং এপ্রিলে ২৯৬ ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিলেন ট্রাম্প উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’
Logo
logo

শেহনাজকে মনের কথা বললেন রাজকুমার!


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:৩৮ পিএম

>
শেহনাজকে মনের কথা বললেন রাজকুমার!

বলিউডে একের পর এক সুখবর। আলিয়া-রণবীরের পর কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন করণ-বিপাশা। ঘরে লক্ষ্মী আসছে বলি তারকাদের। এরই মাঝে রাজকুমার রাও বলে বসলেন, আমার যদি মেয়ে হয় তাহলে শেহনাজের মত হোক!

তাহলে কি খুব শিগগির সুখবর শোনাতে চলেছেন রাজ এবং পত্রলেখা? এখনও সেই বিষয়ে কিছু না জানালেও হালকা আঁচ দিয়েছেন রাজকুমার। চ্যাট শো ‘দেশি ভাইবস উইথ শেহনাজ গিল’ অনুষ্ঠানে এসেই মুখ খুললেন রাজ। চারদিকে সুখবরের ছড়াছড়ি তাই নিজেকে সামলাতে না পেরে শেহনাজ জিজ্ঞেস করে বসলেন, আপনি কবে বাবা হচ্ছেন? যদিও এই প্রশ্নে কিছুটা অবাক রাজ। তাও স্বাভাবিকভাবেই প্রশ্নের মোকাবিলা করলেন। বললেন, ‘আমি কবে বাবা হচ্ছি? এটাতো আমার বাড়ির লোকেরা পর্যন্ত জিজ্ঞেস করে না।’

কিন্তু শেহনাজ থামার পাত্র নন। এরপরেও তার উসখুস ভাব দেখেই মনের কথা সামনে আনলেন রাজকুমার। বললেন, ‘আমি সত্যিই নিজেও জানি না কবে বাবা হব। কারণ আমি মনেপ্রাণে নিজেই একটা বাচ্চা। তবে হ্যাঁ, আমার যদি কন্যাসন্তান হয় তাহলে যেন তোমার মত হয়। সুন্দর, মিষ্টি আর খুব সাধারণ।’

নিজের নতুন শোতে অতিথি হিসেবে রাজকুমারকে পেয়ে উচ্ছ্বসিত শেহনাজ। সামাজিকমাধ্যমে তিনি লেখেন, ‘আমার স্বপ্নপূরণ হয়েছে, খুশি বাধ মানছে না। অনুরোধ রাখার জন্য ধন্যবাদ রাজ।’

প্রসঙ্গত, শেহনাজের সঙ্গে বলিউড তারকাদের খুব ভালো সম্পর্ক। বিশেষ করে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে। তার ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ।