NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

মাইন পুঁতে খেরসন ছাড়ছে রুশ সেনারা : জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৫, ০৮:০০ এএম

>
মাইন পুঁতে খেরসন ছাড়ছে রুশ সেনারা : জেলেনস্কি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহর থেকে পিছু হটতে শুরু করেছে রুশ সেনারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, খেরসন শহর থেকে পিছু হটার আগে অসংখ্য মাইন পুঁতে যাচ্ছে রুশ সেনারা। যেগুলো পরিষ্কার করতে ইউক্রেনের দীর্ঘ সময় লাগতে পারে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া খেরসন শহর থেকে তাদের সেনাদের প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের সেনারা ৪১টি বসতি স্বাধীন করেছে। এছাড়া জেলেনস্কি দাবি করেন, রাশিয়ানরা ইচ্ছাকৃতভাবে খেরসন ছাড়ছে না, তাদের পিছু হটতে বাধ্য করেছে ইউক্রেনের সেনারা।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, ‘দক্ষিণ দিক থেকে সুখবর পেয়েছি আমরা। ইউক্রেনের অসংখ্য পতাকা তার আসল জায়গায় ফিরে যাচ্ছে। ৪১টি বসতি স্বাধীন করা হয়েছে।’

সেনাদের ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এখন যা হচ্ছে সেগুলো সব কয়েক মাসের কষ্টের মাধ্যমে, সাহসের মাধ্যমে, হারানোর মাধ্যমে অর্জিত হয়েছে। শত্রুরা (রাশিয়ানরা) চলে যাচ্ছে না। ইউক্রেনীয়রা অনেক মূল্যের বিনিময়ে তাদের বিতাড়িত করছে।’

ভিডিও বার্তার শেষ দিকে মাইন পোঁতার বিষয়টি নিয়ে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘প্রথম এবং মূল কাজ হচ্ছে মাইন পরিষ্কার করা। দখলদাররা কয়েক হাজার মাইন ও অবিস্ফোরিত অস্ত্র ফেলে যায়। আমি এমনটি শুনেছি রাশিয়ার পোঁতা মাইন পরিষ্কার করতে কয়েক যুগ সময় লাগবে।’

জেলেনস্কি আরও জানিয়েছেন, রুশ সেনারা বিদ্যুৎ লাইন, ব্যবসা প্রতিষ্ঠান, মাঠ, বন সব জায়গায় মাইন পুঁতেছে। তবে এরমধ্যে অনেক অঞ্চল পরিষ্কার করা হয়েছে। কিন্তু এখন খেরসনে আবার নতুন করে রাশিয়ানরা মাইন পুঁতে যাচ্ছে।