NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

উইলিয়ামসনের পদত্যাগ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন সুনাক


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:১৪ পিএম

উইলিয়ামসনের পদত্যাগ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন সুনাক

আর্ন্তজাতিক ডেস্ক: গ্যাভিন উইলিয়ামসনকে মন্ত্রী পদে দায়িত্ব দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মঙ্গলবার সহকর্মীদের ধমক দেওয়া ও উৎপীড়নের অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন উইলিয়ামসন। তারপর আজ বুধবার এ মন্তব্য করলেন সুনাক।

সংসদে প্রধানমন্ত্রীর সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে সুনাক বলেন, ‘আমি স্পষ্টতই এমন একজনকে নিয়োগ দেওয়ার জন্য দুঃখিত, যাকে এই পরিস্থিতিতে পদত্যাগ করতে হয়েছে।’

 

বিরোধী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার উইলিয়ামসনকে ‘দুঃখজনক উৎপীড়ক’ অভিহিত করেছেন এবং তার নিয়োগের জন্য সুনাকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন।

ঋষি সুনাক অক্টোবরের শেষের দিকে ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। নিরাপত্তা লঙ্ঘনের দায়ে তার পূর্বসূরির বরখাস্ত করা সুয়েলা ব্র্যাভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগের জন্যও সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি।

মঙ্গলবার উইলিয়ামসন বলেছিলেন, গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তিনি পদত্যাগ করছেন। সহকর্মীরা তার বিরুদ্ধে ধমক দেওয়ার অভিযোগ করেছেন। উইলিয়ামসন গত চার বছরে দুবার অন্যান্য মন্ত্রীর ভূমিকা থেকে বরখাস্ত হয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, সত্যিকারের দুঃখ নিয়ে সরকার থেকে পদত্যাগ করছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পেছনের সারি থেকে সম্পূর্ণ সমর্থন দেবেন।

সুনাক বলেছেন, তিনি ‘বড় দুঃখের সঙ্গে’ উইলিয়ামসনের পদত্যাগ গ্রহণ করেছেন।

সূত্র : রয়টার্স