NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

বঙ্গবন্ধু ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় অভিভূত টেকনোলজিকো ডি মন্টেরে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩০ পিএম

বঙ্গবন্ধু ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় অভিভূত টেকনোলজিকো ডি মন্টেরে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

 

 

মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস গত ১১ মে ২০২২ তারিখ বুধবার টেকনোলজিকো ডি মন্টেরো বিশ্ববিদ্যালয়ের সান্তা ফে (মেক্সিকো সিটি) ক্যাম্পাসে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ভ্যানিয়া রামিরেজ কামাচো, অধ্যাপক আলভারো আলভারেজ ডেলগাডো এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্যান্য অনুষদবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী উক্ত সেমিনারে অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির  সারা দেশে ২৬টি ক্যাম্পাস রয়েছে যেখানে  ৯0,000 এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং অনুসারে বিশ্বে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৬১  এবং মেক্সিকোতে দ্বিতীয় ।

উপস্থাপনাকালে, রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, সংগ্রাম,  নেতৃত্ব, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তাঁর অবদানের পাশপাশি তাঁর স্বপ্নের সোনার-বাংলানিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সাথে বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথাও তুলে ধরেন। উপস্থাপনা শেষে  প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয় যেখানে  শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ পায় ।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্প্যানিশ সংস্করণ, ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার এবং উপহার সামগ্রী পরিবেশনের মাধ্যমে সেমিনারটির সফল পরিসমাপ্তি ঘটে।