NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo
মার্কিন নির্বাচনে প্রবাসীদের জয়-জয়কার

সিনেটর হলেন ৪ বাংলাদেশি আমেরিকান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪২ এএম

সিনেটর হলেন ৪ বাংলাদেশি আমেরিকান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমক্র্যাট-রিপাবলিকানদের জয়-জয়কারের সাথে প্রবাসীরাও একাকার হয়েছেন। কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারপার্সন কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স, জুডিশিয়াল কমিটির চেয়ারপার্সন কংগ্রেসম্যান জেরাল্ড নেদলারের সাথে সাক্ষাৎ করে কম্যুনিটির নেতৃস্থানীয়রা বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশী আমেরিকান ভোটারের ৯০ ভাগেরও অধিক হলেন ডেমক্র্যাট। টানটান উত্তেজনা আর ভীতিকর পরিস্থিতির মধ্যে ৮ নভেম্বরের এ নির্বাচনে বাংলাদেশিরাও ব্যাপকভাবে ব্যালটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। 

জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে তৃতীয় টার্মের জন্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ডেমক্র্যাট)। নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে পঞ্চম মেয়াদের জন্য বিপুল ভোটে জয়ী হলেন পিরোজপুরের সন্তান আবুল খান (রিপাবলিকান)। 

 

কানেকটিকাট স্টেট সিনেট নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির মোহাম্মদ মাসুদুর রহমান বিপুল ভোটে জয়ী হলেন সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে। চাঁদপুরের সন্তান মাসুদ এবারই প্রথম স্টেট সিনেটের সদস্য হলেন। 

অপরদিকে, জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী নাবিলা ইসলামও বিপুল ভোটে জয়ী হলেন। নোয়াখালীর সন্তান নাবিলা হলেন জর্জিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় বাংলাদেশী সিনেটর। এ স্টেটে প্রথম মুসলমান সিনেটর হিসেবে ৬ বছর আগে নির্বাচিত হয়েছেন শেখ রহমান। 

উল্লেখ্য, মার্কিন মূল ধারার রাজনীতিতে আরোহনকারি বাংলাদেশী আমেরিকানদেরকে ‘বাঙালি বীর’ অভিহিত করে সেপ্টেম্বরের ২৪ তারিখে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে সকলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সে অনুষ্ঠানে ভার্চুয়ালে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন ইউএস সিনেটের লিডার সিনেটর চাক শ্যুমার এবং কংগ্রেসের র‌্যাঙ্কিং মেম্বার কংগ্রেসওম্যান গ্রেস মেং। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। সম্মানীত অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। সে সময়ে নাবিলা ইসলামকেও মার্কিন রাজনীতিতে রাইজিং স্টার হিসেবে সম্মাননা জানানো হয়। 

এদিকে, বিজয়ীদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মূলধারার রাজনীতিতে প্রবাসীদের পথিকৃত মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, শহীদ সন্তান ফাহিম রেজা নূর, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, জুডিশিয়াল ডেলিগেট নূসরাত আলম, রাজনীতিক রাব্বি সৈয়দ প্রমুখ।