NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
logo

টানা তিন দিন করোনায় মৃত্যু দেখেনি বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০৫:৪৩ পিএম

টানা তিন দিন করোনায় মৃত্যু দেখেনি বাংলাদেশ

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তিন দিন করোনায় মৃত্যুশূন্য থাকল। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪২৬ জনই রয়েছে। এ সময় ৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৯২ জনে।

 

আজ বুধবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ১৩২ জন। এ সময় ৩ হাজার ৭৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৭৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৪ শতাংশ।