খবর প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৪, ১০:৫৩ এএম
আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। ইকুয়েডরের বিপক্ষে কাতারের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্ব ফুটবলের এ ক্রীড়াযজ্ঞকে সামনে রেখে বিশ্বব্যাপী চলছে নানান জল্পনা-কল্পনা।
বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে না খেললেও এই আসরকে ঘিরে বরাবরই মেতে উঠেন দেশের অগণিত ভক্ত। ৩২টি দল বিশ্ব সেরা হওয়ার জন্য লড়লেও বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সমর্থন করে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে। বলা যায় বিশ্বকাপ এলে ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই ভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে দল দুটিকে ঘিরে অনেক নাটকও তৈরি হয় দেশে। সেই ধারবাহিকতায় এবারও কয়েকটি নাটক নির্মিত হচ্ছে।
এরইমধ্যে ঘোষণা এসেছে বিশ্বকাপ শুরুর পরদিন ২১ নভেম্বর ইউটিউবে উন্মুক্ত হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির নাটক ‘ব্যাচেলরস ফুটবল’।
আর বিশ্বকাপে শুধু ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে নাটক তৈরির পক্ষে নন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া। তার মতে বাকিরা কী তবে বিশ্বকাপে ডিম ভাজি খাইতে আসছে? মঙ্গলবার (৮ নভেম্বর) নিজের ফেসবুকে এ কথা বলেন টয়া।