NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগকারী নিয়োগ - প্রেস সচিব সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে চীনের ভূমিকা কী হবে? ইসরায়েলে এখনো নিয়ন্ত্রণে আসেনি দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছেই বলিউডের উন্নতির জন্য যেসব পরামর্শ দিলেন আমির খান গত ১৫ বছরে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে: প্রেসসচিব রাজা তৃতীয় চার্লসের কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল এশিয়া ও আফ্রিকার তিন দেশে ৪টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা হানিয়ার নামে ‘পাক সেনার বিরুদ্ধে’ পোস্ট, যা বললেন অভিনেত্রী
Logo
logo

এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ : তদন্ত করে ব্যবস্থা


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৪, ১২:৩৮ পিএম

এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ : তদন্ত করে ব্যবস্থা

ঢাকা: সারা দেশে একযোগে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে গতকাল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। তবে প্রথম দিনেই ঢাকা ও কুমিল্লা বোর্ডের প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে এসব কথা জানান তিনি।

 

 

 

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনায় নিতে হবে- সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। সাম্প্রদায়িক উসকানিমূলক কোনো বিষয় যেন যুক্ত না থাকে- সে বিষয়েও সেখানে বলা হয়েছে। দুঃখজনক বিষয় হলো, কোনো একজন প্রশ্নকর্তা হয়তো এই প্রশ্নটি করেছেন। এই প্রশ্ন হয়তো মডারেটরের চোখ এড়িয়ে গেছে কিংবা তিনিও এটি স্বাভাবিকভাবে নিয়েছেন। ’

সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দীপু মনি বলেন, আমরা চিহ্নিত করছি কোন সেটার বা মডারেটর এই প্রশ্নটি করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ বাংলাদেশ অসাম্প্রদায়িকতার দেশ। কোনো পরীক্ষার প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি থাকলে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাই আমরা চিহ্নিত করছি কারা এর সঙ্গে জড়িত। এসব প্রশ্নের মাধ্যমে তারা আমাদের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করবেন।  

কারিগরি শিক্ষা বোর্ডে ভুল প্রশ্নপত্রে পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না শিক্ষা বোর্ড এ ধরনের ভুল করেছে। ধারণা করা হচ্ছে, প্রশ্ন যখন ছাপা হয়েছে সেখানে একটা ত্রুটি থেকে যেতে পারে। ’