NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

ড. মাহফুজুর রহমানের পরিকল্পনায় সিনেমা


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:১৫ এএম

>
ড. মাহফুজুর রহমানের পরিকল্পনায় সিনেমা

ড. মাহফুজুর রহমান এখন একজন সংগীতশিল্পীও বটে। গত কয়েক বছর ধরেই ঈদে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকে এটিএন বাংলার চেয়ারম্যানের একক সংগীতানুষ্ঠান।

এবার ড.মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। যার নাম ‘ভালোবাসি তোমায়’। এতে মূখ্য চরিত্রে থাকছেন কায়েস আরজু ও শিরিন শিলা। সিনেমাটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এর সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আনোয়ার শিকদার।

চলতি মাসের শেষের দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। দৃশ্যায়ন হবে গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম এবং নয়নাভিরাম সব লোকেশনে।

চলচ্চিত্রটির নায়ক কায়েস আরজু বলেন, ‘এক কথায় একটি নিটোল প্রেমের গল্পের সিনেমা এটি। আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্প শুনেই সিনেমাটির প্রেমে পড়ে যাই। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।’

সিনেমাতে আরও অভিনয় করবেন অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।