NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘জিরো সাইজ’ মতবাদে বিশ্বাসী নন হুমা কোরেশি


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৯ এএম

>
‘জিরো সাইজ’ মতবাদে বিশ্বাসী নন হুমা কোরেশি

ক্যারিয়ারের শুরু থেকেই ‘আউট অব দ্য বক্স’ চলতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী হুমা কোরেশি। ‘জিরো ফিগার’ দেখিয়ে রাতের ঘুম হারাম করার চেয়ে অভিনয় গুণে মন্ত্রমুগ্ধ করাটাকেই প্রাধান্য দিয়ে থাকেন তিনি। তার মতে, ‘জিরো সাইজ’ কোনো অভিনেত্রীর ক্যারিয়ারের মানদন্ড হতে পারে না।

বলিউড হাঙ্গামার সঙ্গে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘সাইজ একজন অভিনেত্রীর জন্য কখনোই গুরুত্বপূর্ণ বিষয় নয়। একেবারেই না! এই ফিল্ম, আমাদের ক্যারিয়ার সবকিছুই নির্ভর করছে আপনার পরিশ্রমের ওপরে। আপনার প্রতিভা এবং কঠোর পরিশ্রম সবচেয়ে মুখ্য ভূমিকা রাখে আপনার সাফল্যে। আপনি যদি হিন্দি সিনেমার অভিনেত্রী হতে চান তবে সাইজ জিরো হওয়ার চেয়েও আরও অনেক জরুরি বিষয় আছে।’

অভিনেত্রী বলেন, “সাইজ জিরো বলতে ‘ইউএস সাইজ’ চার্টের আকার বোঝায় যা অন্যান্য দেশের হিসেবে অতিরিক্ত ছোট। এটি সাধারণত পোশাক সহ ২৩ ইঞ্চি কোমরের একজন নারীকে বোঝায়। তবে শুধু পশ্চিমে নয়, ভারতেও মূলধারার নারী মডেলদের জন্য সাইজ জিরোকে দীর্ঘদিন ধরে একটি ‘মানদণ্ড’ হিসেবে বিবেচনা করা হয়েছে।”

‘ডাবল এক্সএল’ ছবিতে হুমা কোরেশি ও সোনাক্ষী সিনহা
‘ডাবল এক্সএল’ ছবিতে হুমা কোরেশি ও সোনাক্ষী সিনহা

সাম্প্রতিক বছরগুলোতে ‘সাইজ জিরো’ হওয়া বা একটি নির্দিষ্ট বিষয়ের ওপর ফোকাস করে ক্যারিয়ার গড়াকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন কিছু অভিনেত্রী। হুমা, বিদ্যা বালান এবং সোনাক্ষী সিনহার মতো অনেক নারী অভিনেত্রী ক্যামেরায় একটি নির্দিষ্ট বিষয় মেনে চলার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিনেত্রীদের ‘সাইজ জিরো’র ঘোর থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, নিজেদের প্রতিভা আর পরিশ্রমের ফলেই বলিউডে ক্যারিয়ার গড়া সম্ভব।

উল্লেখ্য, শুক্রবার (৪ নভেম্বর) ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হুমা কোরেশি অভিনীত ‘ডাবল এক্সএল’ ছবিটি। সত্রম রামানি পরিচালিত সিনেমাটিতে হুমার সঙ্গে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, জহির ইকবাল, মাহাত রাঘবেন্দ্র ও ক্রিকেটার শিখর ধাওয়ান।