খবর প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৩, ০১:৪৫ এএম
ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল ইসলাম রাজ। গত বছরের অক্টোবরে সন্তান হওয়ার খবর জানিয়ে মিডিয়ায় আলোড়ন তোলেন তারা। একইসঙ্গে জানান প্রেম-বিয়ের খবর। গত ১০ আগস্ট তাদের ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শাহীম মাহমুদ রাজ্য। বর্তমানে ছেলেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন ‘গুণিন’ এই দম্পতি।
এবার হকি খেলতে মাঠে নামছেন পরীমণি ও রাজ। শুধু তাই নয় দর্শকও পাচ্ছেন তাদের সঙ্গে খেলার সুযোগ।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হবে এই ম্যাচ। যেখানে খেলতে দেখা যাবে রাজ-পরীকে। পরীপতি নিজেই ফেসবুকে এই আয়োজনের পোস্টার পোস্ট করে খবরটি জানিয়েছেন।
বুধবার (২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই খেলার কথা জানিয়ে রাজ লিখেছেন, ‘প্রথমবারের মতো আমি ও পরী একসঙ্গে যাচ্ছি মাঠে, হকি দেখতে ও আপনাদের সঙ্গে আড্ডা দিতে। ৩ নভেম্বর ঠিক সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, হবে আড্ডা। এছাড়াও থাকছে আমাদের সঙ্গে হকি খেলার সুযোগ!’
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।