NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ০১:০২ পিএম

>
শাহরুখের জন্মদিনে যশরাজের বিশেষ উপহার

১৯৯৫ সালের দিপাবলীতে মুক্তি পেলেও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র উজ্জ্বল উপস্থিতি আজও সমান। ২৭ বছর পেরিয়েও রাজ-সিমরনের (ছবির চরত্রি) প্রেমকে টেক্কা দেবে, বলিউডে এমন প্রেমের গল্প নেই।

প্রেমের গান মানেই সেই ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শাহরুখ-কাজলের ম্যাজিক, সংগীত পরিচালক জুটি যতীন-ললিতের প্রেমের সুর। সব মিলিয়ে ‘ডিডিএলজে’ মাইলস্টোন। 

বর্তমান প্রজন্মের কাছে সেই ম্যাজিককেই ফিরিয়ে আনতে যশরাজ ব্যানার পর্দায় ফের নিয়ে আসছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বুধবার (২ নভেম্বর) শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে এই বলিউড ব্লক বাস্টার। ২ নভেম্বর ৫৭-এ পা দিলেন শাহরুখ খান।

যারা বড়পর্দায় এই ছবি মিস করেছেন, তাদের জন্য বলিউড বাদশার জন্মদিনে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে দারুণ সুযোগ এনে দিচ্ছে পিভিআর ও আইনক্স।