NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাকিব আশা করছেন শ্রীরাম চালিয়ে যাবেন


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:১৩ পিএম

>
সাকিব আশা করছেন শ্রীরাম চালিয়ে যাবেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ ৩ ম্যাচ খেলে দুটিতে জিতেছে। আগামীকাল অ্যাডিলেডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় ভারতের বিপক্ষে লড়বে শ্রীধরন শ্রীরামের শিষ্যরা। এর আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে দলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে বলার পর সাকিব জানালেন, টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম বাংলাদেশের হয়ে সামনে আরও কাজ করবেন।

এসময় সাকিব বলেন, 'আমি মনে করি এখানে আসার পর থেকে সে বেশ ভালোভাবে তার কাজ করেছে। তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে যা নিয়ে সে কাজ করতে চেয়েছে। ছেলেদের সঙ্গে তার সম্পর্কও ভালো।'

সাকিব যোগ করেন, 'যেভাবে সে কথা বলে তা ছেলেদের কাছে ভালো লাগে। তার অধীনে আমরা কয়টা ম্যাচ খেললাম, আমি জানি না…হয়তো তিন, চার, পাঁচ, ছয়টা ম্যাচ। এই অল্প সময়ে এরকম একটা তরুণ দল নিয়ে সে তার কাজটা ভালোভাবে করেছে বলে আমি মনে করি। আশা করি সে বাংলাদেশের হয়ে কাজ চালিয়ে যাবে।'

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ-ভারত দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। আর এর মধ্যে বাংলাদেশ মাত্র এক বার জয়ের স্বাদ পেয়েছে। বাকি দশটিতে জিতেছে ভারত। আগামীকালের ম্যাচেও তাই খুব স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে ভারত। তবে সাদা ক্রিকেট বলে কথা। টাইগার অধিনায়ক সাকিব তো আগেই জানিয়ে দিয়েছেন, নিজেদের দিনে যে কোনো দলই সেরা হওয়ার সামর্থ্য রাখে।