খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৩ এএম
ইতালি প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত রবিবার সন্ধ্যায় ইতালির মিলানোস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদ শ্রমিক রিয়াজুল ইসলাম কাওছার কে পুনরায় সভাপতি সাংবাদিক আব্দুল বাসিত দলই কে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক আহসান হাবিব শিমুল কে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
এছাড়াও কবির উদ্দিন আহমেদ, তুহিন মাহমুদ ও সেলিনা আক্তার কে উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে।কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি নাজমুল আহসান শামিম,সহ সাধারণ সম্পাদক জালাল হাওলাদার,প্রচার সম্পাদক রতন হক,অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সাংস্কৃতিক সম্পাদক এলিয়া নুসরাত,কার্যনির্বাহী সদস্য মাকসুদ রহমান, ইসমাইল হোসেন স্বপন,এম ডি রেজা,ইরান সিকদার এবং মোঃ সিদ্দিক। সম্মেলনে বক্তব্যে প্রবাসীদের বিভিন্ন সমস্যায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা। সততা সচ্ছোতা ও নিরপেক্ষতার বারতা নিয়ে সত্য সুন্দর আগামীর প্রত্যয়ে এগিয়ে যাবে, এবং প্রবাসী কমিউনিটির উন্নয়নে কাজ করবে মিলান বাংলা প্রেসক্লাব ইতালি এমনটি প্রত্যাশা সবার। উল্লেখ ২০১৩ সালের ১৭ মার্চ গঠনের পর থেকেই মিলান বাংলা প্রেসক্লাব ইতালি প্রবাসী অধিকার সহ প্রবাসে বংশোদ্ভূত নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশি সংস্কৃতি পরিচয়ের লক্ষে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে চলেছে।