NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাংলাদেশের সফরে আসছে পূর্ণশক্তির ভারত দল


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৫ এএম

>
বাংলাদেশের সফরে আসছে পূর্ণশক্তির ভারত দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলতে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় দল। সফরকে কেন্দ্র করে সোমবার দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। টাইগারদের বিপক্ষে এবারের সিরিজে পূর্ণশক্তির দল নিয়েই আসছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। 

দুই ফরম্যাটের দলেই আছেন বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড়। তবে ওয়ানডের স্কোয়াডে এসেছে নতুন কিছু মুখ। তারা হলেন- রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি ও ইয়াস দয়াল। ইনজুরির কারণে স্কোয়াডে নেই তারকা পেসার জাসপ্রীত বুমরাহ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ৪ ডিসেম্বরে। এরপর ৭ এবং ১০ ডিসেম্বর হবে বাকি দুটি ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ। ১৪-১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২২-২৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। 

ওয়ানডে দল:

রোহিত শর্মা (অধিনায়ক) শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল ও দীপক চাহার।

টেস্ট দল:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, কেএস ভারত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।