NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাকিবের রান আউটই টার্নিং পয়েন্ট


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪৪ এএম

>
সাকিবের রান আউটই টার্নিং পয়েন্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্রিসবেনের মাঠে নাটকীয়তার শেষ দৃশ্যে বিজয়ের হাসি হেসেছে সাকিব আল হাসানের দল। আর এই হাসি অনেকটাই ফিরিয়ে দিয়েছেন অধিনায়ক সাকিব নিজে।  ইনিংসে থিতু হয়ে থাকা বিপদজনক ব্যাটার শন উইলিয়ামসকে দারুণ এক থ্রোতে রান আউট করেন সাকিব। আর এই ব্যাটারের আউটের পরেই ম্যাচ হেলে পড়ে টাইগারদের দিকে।

ম্যাচ শেষে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের কন্ঠেও শোনা গেল সাকিবের করা রান আউটটা নিয়ে হতাশা। সংবাদ সম্মেলনে এসে এই অধিনায়ক বলেন, ' শেষ দিকে সাকিবের দারুণ ফিল্ডিং খেলাটা ঘুরিয়ে দিয়েছে। ম্যাচটা জেতার ভালো সুযোগ ছিল আমাদের। তবে বাংলাদেশ খুবই ভালো ফিল্ডিং করেছে। বোলিংটাও ভালো ছিল।'

আরভিন যোগ করেন, 'প্রথমে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ঘুরে দাঁড়ানোটা সহজ ছিল না। সেখান থেকে উইলিয়ামস খুব ভালো ব্যাটিং করেছে। রায়ানের সঙ্গে ওর জুটিটা আমাদের জয়ের আশাও জাগিয়ে তুলেছিল। কিন্তু শেষ দিকে সাকিবের দারুণ ফিল্ডিং খেলাটা ঘুরিয়ে দিল।'