NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৯, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
নির্বাচন ডিসেম্বরেই হতে পারে তবে জুনের পরে নয় : প্রধান উপদেষ্টা নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯ ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই গাজা-ইয়েমেনে ইসরায়েলি হামলা জোরদার বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না ৯ মাসে জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২ : বাংলাফ্যাক্ট সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কূটনীতির আলোচনায় উপেক্ষিত মানবাধিকার আরব আমিরাতকে হারিয়ে সিরিজে শুভ সূচনা টাইগারদের মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন এখন সময়ের দাবি: প্রধান উপদেষ্টা
Logo
logo

সুইডেনে সতেরো শতকের যুদ্ধজাহাজ খুঁজে পেলেন প্রত্নতত্ত্ববিদরা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৭ পিএম

সুইডেনে সতেরো শতকের যুদ্ধজাহাজ খুঁজে পেলেন প্রত্নতত্ত্ববিদরা

আর্ন্তজাতিক ডেস্ক: সুইডেনে সতেরো শতকের পুরনো এক যুদ্ধজাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। জাহাজটির নাম অ্যাপিলিট। এটি তৈরি হয়েছিল ১৬২৫ সালে। তৎকালীন রাজা গুস্তাভাস অ্যাডলফাসের নির্দেশে সে বছর চারটি যুদ্ধজাহাজ তৈরি হয়।

 

অ্যাপিলিট সেটিরই একটি।

 

সিএনএন জানিয়েছে, গত সোমবার দেশটির মিউজিয়াম অব রেকস নিশ্চিত করেছে এ খবর। জাহাজটি তৈরি হয়েছিল সে সময়ে রণতরি নির্মাতা হাইন জ্যাকবসনের হাতে। পর পর দুটি জাহাজ তৈরি করেছিলেন তিনি।  

প্রথমে তৈরি করেন ‘ভাসা’ নামের একটি যুদ্ধজাহাজ। উদ্বোধনী যাত্রায়ই ডুবে যায় সেটি। সেটির দুর্বলতা অনুসন্ধান করে পরে গড়ে তোলা হয় অ্যাপিলিট।  

নির্মাণ-পরবর্তী ৩০ বছর ইউরোপের বিভিন্ন যুদ্ধে ভূমিকা রেখেছে জাহাজটি। পুরনো হয়ে যাওয়ায় একপর্যায়ে ইচ্ছা করেই ডুবিয়ে দেওয়া হয় সেটি। ভাসা নামের জাহাজটির অবশিষ্টাংশ বহু আগে প্রত্নতত্ত্ববিদদের হাতে এলেও এত দিন অধরা ছিল অ্যাপিলিট। জাহাজটির হদিসই মিলছিল না।  

kalerkantho

২০২১ সালের ডিসেম্বরে পুরনো এক জাহাজের হদিস পান মিউজিয়াম অব রেকসের সমুদ্রবিষয়ক প্রত্নতত্ত্ববিদরা। পরে বিস্তর গবেষণা চালিয়ে বুঝতে পারেন, এই সেই কাঙ্ক্ষিত অ্যাপিলিট।  

জাদুঘরটির এক প্রত্নতত্ত্ববিদ এই আবিষ্কারকে ‘আশ্চর্যজনক’ অভিহিত করেছেন। আঠারো শতকে ওই স্থানের সমুদ্রতল ছিল পাথরে ঢাকা। উনিশ শতকের শুরুর ভাগে ড্রেজিং করে পাথরগুলো তুলে আনা হয়।   

সূত্র : সিএনএন।