NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাঙ্গার কুশপুতুল দাহ, জি এম কাদেরের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০৯:৪৭ এএম

রাঙ্গার কুশপুতুল দাহ, জি এম কাদেরের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান

ঢাকা: জাতীয় পার্টির সাবেক মহাসচিব, জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে রাঙ্গাকে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয় এবং তাকে প্রকাশ্যে জিএম কাদেরের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকায় জুতাপেটা ও পদদলিত করে আগুন ধরিয়ে দেয়।

 

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এ সময় তারা রাঙ্গার অশালীন, কুরুচিপূর্ণ ও অমার্জিত বক্তৃতার জন্য রাঙ্গাকে প্রতিহত করার স্লোগান দিতে থাকেন।

 

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা রাঙ্গাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, যেখানেই তাকে পাওয়া যাবে, সেখানেই তাকে প্রতিহত করা হবে।

নেতাকর্মীরা বলেন, কুকুর পাগল হয়ে মানুষকে কামড় দিলে পাগলা কুকুরকে কামড় দেওয়া যায় না। কিন্তু পাগলা কুকুরকে পিটিয়ে শায়েস্তা করতে জানে জাতীয় পার্টির নেতাকর্মীরা। তারা আরো বলেন, রাস্তা থেকে তুলে এনে রাঙ্গাকে এমপি-মন্ত্রী বানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। ব্যক্তিগত স্বার্থের জন্য আজীবন তিনি সরকারের দালালি করতে গিয়ে জাতীয় পার্টির বিপক্ষে অবস্থান নিয়েছেন। যারা জাতীয় পার্টির সঙ্গে বেঈমানি করেছে সবাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। মসিউর রহমান রাঙ্গাও জাতীয় পার্টির সঙ্গে বেঈমানি করে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হলো। জাতীয় পার্টির সঙ্গে বেঈমানি করে রংপুরেও ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন তিনি।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেন, যখনই জাতীয় পার্টি ঘুরে দাঁড়ায়, তখনই জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

জাপা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু তার সভাপতির বক্তৃতায় মসিউর রহমান রাঙ্গাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় পার্টিতে থেকে সরকারের দালালি করা চলবে না। সরকারের দালালি করলে গণধোলাই খেতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, নাজমা আখতার, মাহবুব আলম লিপটন, আরিফুর রহমান খান, শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।