NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

জাতীয় সংসদের সংরক্ষিত একটি আসনের উপনির্বাচন ২৪ নভেম্বর


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৩২ এএম

>
জাতীয় সংসদের সংরক্ষিত একটি আসনের উপনির্বাচন ২৪ নভেম্বর

জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের অনুকূলে বণ্টন করা সংরক্ষিত একটি শূন্য আসনের ভোটগ্রহণ আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইসি সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার সই করা প্রজ্ঞাপনে সংরক্ষিত এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রজ্ঞাপনে ইসি জানায়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর অনুযায়ী একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগ এর অনুকূলে বণ্টন করা সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে।

ইসি জানান, সংরক্ষিত আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব (চলতি দায়িত্ব) মো. শাহেদুন্নবী চৌধুরী দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে ইসির নির্বাচন সহায়তা ও সরবরাহ অধিশাখার উপসচিব মো. আব্দুল হালিম খানকে এ উপনির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ও সহকারী সচিব আরিফা বেগম।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে ১ নভেম্বর (মঙ্গলবার)। মনোনয়ন বাছাই করা হবে ২ নভেম্বর (বুধবার), প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ নভেম্বর (মঙ্গলবার) এবং ভোটগ্রহণ করা হবে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার)। নির্বাচন কমিশন সচিবালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।