NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

কবীর সুমন কোনো উপাধির ধার ধারেন না, বললেন আসিফ


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৪৫ এএম

কবীর সুমন কোনো উপাধির ধার ধারেন না, বললেন আসিফ

বিনোদন ডেস্ক: বাংলা ভাষার কিংবদন্তি গীতিকার ও কণ্ঠশিল্পী কবীর সুমন বাংলাদেশেও ব্যাপকভাবে জনপ্রিয়।   এ গায়কের কথা ও সুরে এর আগে গান গেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে এবার কবীর সুমনের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাইবেন আসিফ।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফ এক পোস্টেএ তথ্য জানান।

 

 

স্ট্যাটাসে আসিফ লেখেন, ‘আলহামদুল্লিল্লাহ। কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্র সঙ্গীত জীবনে উনার সান্নিধ্য পেয়েছি। আজ আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সঙ্গে ডুয়েট গান করি। এ গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।

গায়ক আসিফ লেখেন, ‘জীবনে হয়তো কোনওদিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরুব্বী বন্ধু-স্বজনদের দোয়া ছিল… মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন- শোকর আলহামদুলিল্লাহ। ’

গানটির কথা হচ্ছে, ‘আসিফ এখন একান্নোয়, কবীর চলছে তিয়াত্তর/ চলতে চলতে রাত ফুরোয়। রাত পেরোলেই আসবে ভোর’।  

গানের কথা ও সুর কবীর সুমনের। সঙ্গীতায়োজনে থাকছেন উজ্জ্বল সিনহা।

এ বিষয়ে আরও জানা গেছে, গানটির ভিডিও করবে ই-মিউজিক। বাংলাঢোল স্টুডিওতে গানটি রেকডিং করা হবে। এটি প্রকাশ পাবে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে।