NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

পেসারদের গুরুত্বটা বোঝেন সাকিব


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৩ এএম

>
পেসারদের গুরুত্বটা বোঝেন সাকিব

দীর্ঘ ১৫ বছর পর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে টাইগাররা। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো অবস্থানে ছিল না বাংলাদেশ দল। সে কারণে ম্যাচ জয়ের পর অধিনায়ক সাকিব জানালেন, জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

টস হেরে ব্যাট করতে নেমে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটি দলকে ভালো শুরু এনে দেয়। অবশ্য পরবর্তীতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে কঠিন সে চাপকে সামাল নেন আফিফ হোসেন। শেষদিকে মোসাদ্দেকের ২০ রানে সম্মানজনক স্কোর (১৪৪ রান) দাঁড় করায় বাংলাদেশ। তবে সাকিব মনে করেন, ১০ রান কম করেছে তার দল। ১৫৫ রান একটি দুর্দান্ত টোটাল হতো বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব সংস্করণ খেলেছি কিন্তু আমরা জিততে পারিনি এবং সেটা আমার মনের ভিতরে ছিল। ম্যাচে আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকি এবং সেটা আমাদের কাজে আসেনি। আমরা জানতাম যে ১৫৫ একটি দুর্দান্ত টোটাল হবে, যদিও আমরা ১০ রান কম করেছিলাম।’

নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগার পেসাররা ভালো বোলিং করেছে, সেই কৃতিত্ব অধিনায়ক সাকিব নিজেও দিলেন পেসারদের। এ নিয়ে সাকিব বলেন, ‘ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে। আমরা ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝি, আমরা খুব ভালো কিছু বোলার পেয়েছি। তাসকিন আমাদের জন্য ভালো বোলার, তার অভিজ্ঞতা ও পেস আছে। আমাদের দলের বেশিরভাগ ফিল্ডারই চটপটে এবং দ্রুত। মাঠে আমরা ৫-১০ রান বাঁচাতে পারি, আর সেটাই বড় পার্থক্য হতে পারে।’