NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

কারানের তোপে অলআউট আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৫, ০৩:২৪ এএম

>
কারানের তোপে অলআউট আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচেই দিশেহারা আফগানিস্তান। স্যাম কারান- বেন স্টোকসদের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেননি মোহাম্মদ নবি- নাজিবুল্লাহ জাদরান। তাতে প্রথম ইনিংস শেষে ১১২ রানেই অলআউট আফগানরা। 

ম্যাচে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ বোলার স্যাম কারান। প্রথম বোলার হিসেবে ইংলিশদের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকারীর তালিকায় নাম লেখালেন ২৪ বছর বয়সী এ পেসার। 


ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে আফগানরা। দলীয় ১১ রানে রহমানউল্লাহ গুবরাজকে বাটলারের ক্যাচ বানান মার্ক উড। ধীর গতিতে আফনিস্তানকে এগিয়ে নিতে চাইলেও বেশিক্ষণ পারেননি ইব্রাহিম জাদরান। ৩২ বলে ৩২ রান করে আউট হয়েছেন কারানের বলে। 

ইব্রাহিমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে আফগানরা। এক প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করেন উসমান গনি। কিন্তু ৩০ রান করা গনিকেও ফেরান কারান। শেষ ৬ ব্যাটারদের কেউই দুই অঙ্ক ছুঁতে না পারলে ১১২ রানে থামে আফগানিস্তানের প্রথম ইনিংস।