খবর প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫, ০৫:৪৯ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের বি গ্রুপের আগের ম্যাচে হেরে বিদায় নিয়েছে উইন্ডিজ, তাদের হারিয়ে সুপার টুয়েলভে উঠে গেছে আয়ারল্যান্ড। একই সমীকরণ জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডের সামনেও, হারলেই বিদায়।
এমন সমীকরণের সামনে থাকা ম্যাচে জিম্বাবুয়ে হেরেছে টসে। স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন টস জিতেই নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যায় স্কটিশ অধিনায়ক বললেন, ‘আমরা আগে ব্যাট করতে যাচ্ছি। এখানে ভালো স্কোর গড়লে কী হয়, সেটা আমরা দেখেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’
এদিকে টস হেরে ফিল্ডিংয়ে নামতে হলেও জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের খুব একটা সমস্যা নেই তাতে। আগের ম্যাচেই যে আয়ারল্যান্ড সেটা করে দেখিয়েছে! তার ভাষ্য, ‘আগের ম্যাচে আয়ারল্যান্ডকে তাড়া করতে দেখাটা আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে। বল নিয়ে ভালো শুরু করাটাই হবে মুখ্য, তারপর ব্যাট হাতে চাপে শান্ত থাকতে হবে।’
জিম্বাবুয়ে একাদশ
ক্রেইগ আরভিন (সি), রেজিস চাকাভা (ডব্লিউ), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, রিচার্ড নাগারভা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি
স্কটল্যান্ড একাদশ
জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ম্যাথু ক্রস (ডাব্লু), রিচি বেরিংটন (সি), মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাড হুইল