NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

নারীরাই ক্রিকেটকে ভালো বোঝে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৭ পিএম

>
নারীরাই ক্রিকেটকে ভালো বোঝে

গত ৯ জুন প্রায় দুই দশক দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মিতালি রাজ। তবে ক্রিকেটার জীবনের ইতি টানলেও ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা এখনই চুকে যাচ্ছে না ভারতীয় নারী দলের অধিনায়কের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, এবার প্রশাসনে আসতে চান। তার অভিমত, নারীরাই ক্রিকেটকে সবচেয়ে ভালো বোঝে।

প্রায় দুই দশকের অভিজ্ঞতাটা কাজে লাগাতে চান মিতালি। সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান এই কথা। বলেন, ‘আমার কাছে সু্যোগ এলে, আমি অবশ্যই প্রশাসনে আসতে চাইব। এত বছরের অভিজ্ঞতা আছে আমার। খেলোয়াড় হিসেবে, খেলার নানা পর্যায়ের মধ্যে দিয়ে যাওয়ায় অনেক অভিজ্ঞতা হয়েছে আমার। সেসব কাজে লাগাতে চাই।’

তার এই চাওয়ার পেছনে একটা ব্যক্তিগত অভিমতও কাজ করছে তার, ‘নারীরাই নারী ক্রিকেটকে ভালো বোঝে। এটা কাজে লাগানো প্রয়োজন। ক্রিকেট দল ও ক্রিকেটাঙ্গনের সঙ্গে এর আগেও নারীরা কাজ করেছেন। বেলিন্ডা ক্লার্ক নিজের অভিজ্ঞতার মাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়াকে তৈরি করেছেন, বা ক্লেয়ার কনর ইসিবির হয়ে দারুণ কাজ করেছেন। যদি সুযোগ দেওয়া হয়, আমি নিশ্চিত যে, আমরা নারীরা নারী ক্রিকেটের জন্য অনেক ভালো কাজ করতে পারব।’

ক্রিকেট প্রশাসনে আসার অভিপ্রায় আছে। তবে তাই বলে এখনই এ নিয়ে আঁটঘাট বেধে নেমে পড়ছেন না তিনি। জানালেন, আগে ছুটিটা উপভোগ করতে চান। 

মিতালির ভাষ্য, ‘মাত্রই তো অবসরের ঘোষণাটা দিয়েছি। ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করতে আমার আরও কিছু দিন সময় লাগবে। তবে এখন সে নিয়ে ভাবতে চাই না, আপাতত ছুটিটা উপভোগ করতে চাই। কোনো ভাবনা ছাড়া এই প্রথম ছুটি উপভোগ করব আমি।’ 

তবে ক্রিকেটের সঙ্গেই যে থাকতে চান, সেটা শেষ দিকে আরও একবার মনে করিয়ে দিলেন তিনি। বললেন, ‘তবে আমি নিঃসন্দেহ খেলার সঙ্গেই জড়িত থাকতে চাই। কিন্তু আমার হাতে কী ক্ষমতা থাকে, সেটা দেখা যাক কী হয়!’