NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo
সুপরিসর গাড়ি পার্কিং, এক ছাদের নিচে সব পণ্য

বাংলাদেশি মালিকানাধীন আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটের উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৯ এএম

বাংলাদেশি মালিকানাধীন আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটের উদ্বোধন

নিউইয়র্কের লং আইল্যান্ডের এলমন্টে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধী ন আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেট। গত ১৪ অক্টোবর শুক্রবার বিকালে একযোগে ফিতা কেটে বৃহৎ এই সুপারমার্কেটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চার পার্টনার যথাক্রমে কামরুজ্জামান কামরুল, মনসুর চৌধুরী, কেশব কুমার সরকার বিদ্যুত ও ফখরুল চৌধুরী রুহেল।
আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটে কেনাকাটার বিশেষ সুবিধা হলো, সেখানে সুপরিসর পার্কিং লট রয়েছে। এছাড়া এক ছাদের নিচে মিলবে হালাল মাংস, মাছ ও সবজিসহ সব ধরনের গৃহস্থালির পণ্য। উদ্বোধনী দিনেই কেনাকাটায় ভিড় লেগে যায়।
আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটের অন্যতম অংশীদার কামরুজ্জামান কামরুল ঠিকানাকে জানান, শুক্রবার প্রাথমিক যাত্রা শুরু হলো। এক মাস পর হবে গ্র্যান্ড ওপেনিং। সেসময় কেনাকাটায় বড় ছাড় থাকবে।
লং আইল্যান্ডের এলমন্ট সিটির ব্যস্ততম ২৪১-১১ লিন্ডেন বুলেভার্ডে অবস্থিত আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেট। ১৪ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। ইসলামের আলোকে ব্যবসায় গুরুত্ব ও মর্যাদার কথা সংক্ষেপে তুলে ধরেন তিনি।
দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিসহ বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন। আগত অতিথিদের স্বাগত জানান ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’ এর অন্যতম কর্ণধার কামরুজ্জামান কামরুল ও মনসুর এ চৌধুরী। দোয়া মাহফিলের আগে স্বাগত বক্তব্য দেন কামরুজ্জামান কামরুল। তিনি বলেন. অভিজ্ঞতা ও সততা আমাদের প্রকৃত মূলধন। এছাড়া আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটের বৈশিষ্ট্য হলো- এখানে ক্রেতারা স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন। রয়েছে সুপরিসর গাড়ি পার্কিং সুবিধাও। এছাড়া রয়েছে ন্যায্য মূল্যে গুণগত মানের পণ্য।
আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটের অন্যতম পার্টনার মনসুর চৌধুরী ও কেশব কুমার সরকার বিদ্যুত জানান, বাংলাদেশ, এশিয়া ও আমেরিকার নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার নিয়ে বিশাল পরিসরে ‘আইল্যান্ড ফ্রেস সুপার মার্কেট’ এর যাত্রা শুরু হয়েছে। নিউইয়র্কের সুপার মার্কেটের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হবে এই সুপার মার্কেট। এটি নিউইয়র্কের লং আইল্যান্ডে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ সুপার মার্কেট।
তারা জানান, উদ্বোধন উপলক্ষে রয়েছে বিশাল ছাড়। প্রতিদিন ভোর ছয়টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত খোলা থাকবে সুপারমার্কেট।
উল্লেখ্য, আইল্যান্ড ফ্রেশ সুপারমার্কেটের অন্যতম পার্টনার কামরুজ্জামান কামরুল বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান খামার বাড়ি গ্রোসারির অন্যতম পার্টনার। মনসুর চৌধুরী ও কেশব কুমার সরকার বিদ্যুৎ বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান হাটবাজার গ্রোসারি এবং সহযোগী প্রতিষ্ঠান গুলশান টেরেসের অন্যতম পার্টনার। আরেক পার্টনার ফখরুল চৌধুরী রুহেল মনসুর চৌধুরীর ছোট ভাই।