NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

এ বছরই বাংলাদেশে খেলতে আসছে ভারত, দেখে নিন সূচি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:২৭ পিএম

এ বছরই বাংলাদেশে খেলতে আসছে ভারত, দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক: সাত বছর পর বাংলাদেশে খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের পয়লা ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  টেস্ট সিরিজের ম্যাচগুলো হবে দুই ভেন্যুতে। ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি

১ ডিসেম্বর : ঢাকায় ভারতীয় দলের আগমন।

৪ ডিসেম্বর : প্রথম ওয়ানডে, মিরপুর।

৭ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর।

১০ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, মিরপুর।

১৪-১৮ ডিসেম্বর : প্রথম টেস্ট, চট্টগ্রাম।

২২-২৬ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মিরপুর।

২৭ ডিসেম্বর : ভারতীয় দলের ঢাকা ত্যাগ।