খবর প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৮ পিএম
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেট বিভাগের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। নতুন কোচের দায়িত্ব নিয়েই যেন পাল্টে দিলেন দলটিকে। প্রথম রাউন্ডের পর এবার দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পেয়েছে সিলেট। তারুণ্যের মিশেলে ভরা খেলোয়াড় দিয়ে গঠন করা হয়েছে এবারের দলটি।
দ্বিতীয় রাউন্ডের চারদিনের ম্যাচে তৃতীয় দিনেই গতকাল জয়ের সুবাস পাচ্ছিল সিলেট। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জয় তুলে নিল তারা। জাতীয় লিগে এটি তাদের টানা দ্বিতীয় জয়।
গতকাল ঢাকা মেট্রোর দেওয়া ২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১১০ রান করে দিন শেষ করে সিলেট। ওপেনার ইমতিয়াজ হোসেন ৪২ ও ২০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক জাকির। তবে চতুর্থ দিনে আজ ফিফটি তুলে ইমতিয়াজ ফিরে যান ৫১ রান করে। এরপর ৩৮ রান করে বিদায় নেন জাকিরও। শাহানুর রহমান ৭ করে ফিরলে চাপের মুখে পড়ে সিলেট।
তবে ১৬৪ রানে ৬ উইকেট হারানোর পর শেষদিকে জাকের আলি অনিক ও তানজিম হাসানের হার না মানা ৫২ রানের জুটিতে ভর করে জয় তুলে নেয় সিলেট। ৪৬ বল খেলে ৫১ রান করেন জাকের এবং ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব। ম্যাচে ৬ উইকেট সংগ্রহ করে ম্যাচসেরা নির্বাচিত হন তানজিম হাসান সাকিব।