NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ২, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৪, ০৮:১১ পিএম

>
সাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে

আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।  

আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়েছে।  

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা সাবধনতার সাথে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।  

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। 

এদিকে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, উত্তর আন্দামান সাগরে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে। শুক্রবার থেকে সাগরে ক্রমশই শক্তি বাড়াবে নিম্নচাপটি। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে সিত্রাং। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ ‘পাতা।’