NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের ভুমিকা অনস্বীকার্য - খাদ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৩ এএম

আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের ভুমিকা অনস্বীকার্য - খাদ্যমন্ত্রী


কাজী কামাল হোসেন,নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন ভারত আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভুমিকা অনস্বীকার্য। বিশেষ করে ওপার বাংলা এপার বাংলার সংস্কৃতির যে ঐতিহ্য একই। কাজেই দুই বাংলার সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে আমাদের সম্পর্কের মেইলবন্ধন আরও সমৃদ্ধ এবং বন্ধুর্তপূর্ণ করা সম্ভব। 

খাদ্যমন্ত্রী বুধবার রাত ৯টায় নওগাঁ প্রেসক্লাব মিলনায়তনে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এবং   নওগাঁ জেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে ৫ দিনব্যাপী ভরতন্যাট্টম ও উদয়শঙ্কর ডান্স ষ্টাইল ওয়ার্কশপ- এর সমাপনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেছেন। 

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, ওয়ার্কশপ কন্ডাক্টর সুমি সেন কুন্ডু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার মো: হারুন-অল-রশিদ এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিক ছোটন বক্তব্য রাখেন।

খাদ্যমন্ত্রী পাঁচদিনব্যাপী যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো তা নিয়মিত অনুশীলনের উপর গুরুত্ব আরো করে ভবিষ্যতে আরও বেশী বেশী কর্মশালার আয়োজন করার পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চ্চার মাধ্যমেই যে কোন দেশকেই শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলা সম্ভব। 

পরে মন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী ৬৫ জন প্রশিক্ষনার্থীর মধ্েয সনদপত্র বিতরন করেন।  সব শেষে কর্মশালায় সকল অংশগ্রহণকারীদের সমন্বয়ে কম্পোজশিনের একটি নৃত্য পরিবেশিত হয়।