NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া: হাইকমিশনার একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ভারতের কূটনৈতিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান
Logo
logo

টরন্টোয় চট্টগ্রাম মেলায় প্রবাসীদের ঢল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫২ এএম

টরন্টোয় চট্টগ্রাম মেলায় প্রবাসীদের ঢল

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি, নাচ, গান আর দেশজ পণ্য সামগ্রীর প্রদর্শনী নিয়ে অনুষ্ঠিত হয়েছে চিটাগং এসোসিয়েশন অব কানাডা’র মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শনিবার রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে আয়োজিত এই মেলায় প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় আয়োজনটিকে বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত করে। 

মেলা প্রাঙ্গণে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, গহনার রকমারি স্টলসহ খাবারের স্টলে ছিল সবার উচ্ছ্বল উপস্থিতি। গল্পে আড্ডায় মেতে উঠেন উপস্থিত হাজারো বাংলাদেশি। কানাডায় বাংলাদেশি সকল মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। 

সংগঠনের সাবেক দুই সভাপতি শিবু চৌধুরী ও আলমগীর হাকিম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। সন্ধ্যা ৬টায় টরেন্টো প্যভিলিয়নের বিশাল মিলনায়তনে শুরু হয় সংগীত নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। কানাডার জনপ্রিয় শিল্পী মুক্তা পাল, রুবেন ইউসুফ, তাসনুভা বশর ও সমিত বড়ুয়ার সংগীতের অপূর্ব পরিবেশনা ছিল খুবই শ্রুতিমধুর। বাংলাদেশ থেকে আগত বিখ্যাত নৃত্যশিল্পী সুলতানা হায়দার এবং তার কন্যা কানাডা প্রবাসী অরুনা হায়দার এর কোরিওগ্রাফিতে পরিবেশিত হয় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যবাহী জীবনযাত্রা নিয়ে দলীয় নৃত্য পরিবেশন। যুক্তরাষ্ট্র থেকে আগত প্রখ্যাত ফোক গানের শিল্পী শাহ মাহবুবের গান উপভোগ করেন দর্শকরা।

 

এর পরে চিটাগং এসোসিয়শনের প্রধান উপদেষ্টা ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দৌজার পরিচালনায় সংগঠনের নতুন কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এ শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন পরিচালক কানন বড়ুয়া, মো. সোলায়মান, কফিল উদ্দিন পারভেজ, শাহবুদ্দিন বুলবুল, মো. আজম মিয়া, ড. মনজুর মোর্শেদ, বিশ্বজিত পাল, মো. আমিনুল ইসলাম, কানিজ ফাতেমা, কায়সার কবীর, কাজী আব্দুল মোমেন জুয়েল, মো. আজাদ খান, মিজানুর রহমান প্রমুখ।

সভাপতি সরওয়ার জামান, সাধারণ সম্পাদক সব্যসাচী চক্রবর্তী এবং কোষাধাক্ষ সনৎ বড়ুয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী সকল বাংলাদেশির সহযোগিতা কামনা করেন এবং দেশমাতৃকার কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে ট্রাস্টি শিবু চৌধুরী, আলমগীর হাকিম, সেলিনা হোসাইন, সৈয়দ শওকত মাহমুদ, সরওয়ার সেলিম এবং বাংলাদেশ থেকে আগত পিজি হাসপাতালের প্রো-ভিসি ড. রফিকুল আলমকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

শপথ অনুষ্ঠানের পর কফিল উদ্দিন পারভেজ এবং নতুন প্রজন্মের প্রতিনিধি সামীর সরওয়ারের উপস্থাপনায় বক্তব্য দেন বিচেস এন্ড ইস্ট ইয়র্ক থেকে নির্বাচিত এমপি নাথানিয়েল এরিসকাইন স্মীথ এবং স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে নির্বাচিত এমপিপি ডলি বেগম। 

মেলার সমন্বয়ক ড. মঞ্জুর মোর্শেদ মেলা আয়োজনে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সব্যসাচী চক্রবর্তী এবং পরিচালক কানিজ ফাতেমা।

পরের পর্বে বাংলাদেশ থেকে আগত তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় সংগীত শিল্পী হৈমন্তী রক্ষিত সঙ্গীত পরিবেশন করেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী টানা সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে আগত দর্শক ও অতিথিদের অকুণ্ঠ ভালবাসায় সিক্ত হোন এই শিল্পী। উপস্থিত দর্শকদের অনুরোধে আবারো সংগীত 
পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব।