খবর প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৪ এএম
প্রথম ম্যাচ হেরে শ্রীলঙ্কা চলে গেছে খাদের কিনারে। আজ আমিরাতের কাছে জয় ছাড়া যে কোনো ফল শেষ করে দিতে পারে দলটির বিশ্বকাপ যাত্রা।
এমন ম্যাচে টস হেরেছে দলটি। সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মাদুশান, দুশ্মন্থ চামিরা, মহেশ থিকশানা
সংযুক্ত আরব আমিরাত একাদশ
মুহাম্মদ ওয়াসিম, সিপি রিজওয়ান (অধিনায়ক), আরিয়ান লাকড়া, বৃত্ত অরবিন্দ (উইকেটরক্ষক), চিরাগ সুরি, বাসিল হামিদ, কাশিফ দাউদ, অয়ন আফজাল খান, কার্তিক মিয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, জহুর খান