NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ২ নেতার মৃত্যুতে কমিউনিটিতে শোক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৩ এএম

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ২ নেতার মৃত্যুতে কমিউনিটিতে শোক

এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের দুই নেতার মৃত্যুতে কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এরা হলেন টেক্সাস স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিক্রমপুরের সন্তান শাহাদৎ ভূইয়া পরাগ (৫৯) এবং বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয় (৪৯)। 

 

হৃদরোগে আক্রান্ত হবার পর সম্প্রতি পরাগের ওপেন হার্ট সার্জারিস হয় হিউস্টনের মেথডিস্ট হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় প্রচুর রক্তক্ষরণে ১৬ অক্টোবর রবিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন পরাগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য থাকাবস্থায় পরাগ যুক্তরাষ্ট্রে এসেছিলেন। টেক্সাস অঞ্চলে বেশ কটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছাড়াও পরাগ ছিলেন হিউস্টনের বাংলাদেশি আমেরিকান সেন্টারের প্রতিষ্ঠাতা-ডনরের অন্যতম। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা এবং এবং এক পুত্র রেখে গেছেন। 

 

পরাগের ঘনিষ্ঠ এবং টেক্সাসের বিশিষ্ট ব্যবসায়ী ও ডেমক্র্যাটিক পার্টির কাউন্টি চেয়ার রহিম র‌্যা নিহাল পরাগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুতে আওয়ামী পরিবার একজন ত্যাগী সংগঠক হারালো। একইসাথে টেক্সাসের প্রবাসীরা হারালেন দুর্দিন-সুদিনে পাশে থাকার একজন প্রিয় মানুষকে। পরাগের নামাজে জানাযা শেষে (স্থানীয় সময়) সোমবার অপরাহ্নে ২৯০ মহাসড়কের পাশে অবস্থিত আইএসজিএইচ গোরস্থানে দাফনের কথা রয়েছে।  

 

অপরদিকে, কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর রবিবার ভার্জিনিয়ার উডব্রিজস্থ সেন্টারা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন যুবলীগ নেতা দেওয়ান আরশাদ আলী বিজয়। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান বিজয় মৃত্যুকালে স্ত্রী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১০ অক্টোবর সোমবার বাদ জোহর ভার্জিনিয়ার আর্লিংটনস্থ বায়তুল মোকারম মসজিদে মরহুমের নামাজে জানাযায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহবায়ক বাহার খন্দকার সবুজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শামীম চৌধুরী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দীন আহমেদ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম, ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিষ্টার সাজ্জাদ হোসাইন সবুজ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাদেক এম খান, মাহমুদুন নবী বাকী, জি আই রাসেল, নুরল আমীন নুরু, দেওয়ান আরশাদ আলী বিজয়ের বন্ধু-বান্ধব স্বজনসহ বৃহত্তর ওয়াশিংটনের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

 

জানাজা শেষে মরহুমের মরহদেহ ভার্জিনিয়ার ফ্রেড্রিসবার্গের অল মুসলিম এসোসিয়েশন অব আমেরিকার গোরস্থানে (অ্যামা সিমেট্রী) দাফন করা হয়। 

 

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুবলীগ নেতা বিজয় স্বস্ত্রীক ভার্জিনিয়ায় বসবাস করে আসছিলেন। ধীরে ধীরে তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষে নানা কাজ করে পরে বৃহত্তর ওয়াশিংটন যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ‘আমরা বাঙালি ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।