খবর প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৪, ০১:৩৩ এএম
বিনোদন ডেস্ক: তারকাখচিত অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সেলেনা গোমেজ এবং তাঁর প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবারের স্ত্রী হেইলি বিবারকে। শনিবার (১৫ অক্টোবর ) রাতে লস অ্যাঞ্জেলসে একাডেমি মিউজিয়ামের ‘গালা’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই দুই তারকা। শুধু সাক্ষাৎই নয়, ভক্তদের অবাক করে একসঙ্গে ছবিও তুলেছেন দুজন। দীর্ঘ বিবাদের অবসান ঘটিয়ে দুজনের একত্রিত হওয়াকে স্বাগত জানিয়েছেন ভক্তরা।
অনুষ্ঠানে উভয় তারকাই কয়েক বছর ধরে চলা তাদের দুজনের মধ্যে ‘দ্বন্দ্বের গুজব’ এড়িয়ে যাবার চেষ্টা করেছেন। হাস্যোজ্জল অবস্থায় একে অপরকে সময় দিয়েছেন। বিবারের স্ত্রী হেইলি সরাসরি বলেছেন যে, কারো সম্পর্কের সাথে জগাখিচুড়ি করা তাঁর চরিত্র নয়। তিনি এটিও বলেছেন যে সেলেনা এবং তাঁর মাঝে এখন যে সম্পর্ক দেখছে সবাই, সেটি সত্যিকারের ভালোবাসা। তাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই।
সেলেনা একটি কালো টাক্সেডো জ্যাকেট এবং জর্জিও আরমানির ম্যাচিং প্যান্ট পরেছিলেন। হেইলি একটি কালো স্ট্র্যাপলেস কাট-আউট গাউন পরে এসেছিলেন। উভয় তারকাকে একসঙ্গে ছবিতে বেশ আকর্ষনীয় লাগছিল। একটি ছবিতে সেলেনাকে হেইলির পায়ের উপরে হাত রেখে পোজ দিতে দেখা যায় এবং অন্য একটিতে তাদের দুজনকে হাসিমুখে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
‘গালা’ হল সবচেয়ে হাই-প্রোফাইল ইভেন্ট যেখানে হলিউডের নামিদামি সব তারকা উপস্থিত হন। সেখানেই এই দুই তারকার মেলবন্ধন দেখা গেল। যদিও এটি প্রথমবার নয় যে তাদের একই জায়গায় দেখা গেছে। তবে সম্প্রতি দুজনের দ্বন্ধের গুজব ও একে অপরকে উদ্দেশ্য করে বক্তব্য প্রদানের পর এই প্রথম তাদের একত্রে ঘনিষ্ঠভাবে দেখা গেছে। উভয় তারকার ভক্তরাই দুজনকে একত্রে দেখে স্বস্তি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়া তাদের ছবিগুলোতে ভক্তরা ভালোবাসা জানাচ্ছেন ও প্রশংসায় ভাসাচ্ছেন দুজনকে।
বেশ কয়েক বছর ধরেই ভক্তবৃন্দদের অভিযোগ ছিল হেইলি বিবার সেলেনার প্রেমিক জাস্টিন বিবারকে চুরি করেছেন এবং সেলেনার সাথে অন্যায় করেছেন। সম্প্রতি এই বিষেয়ে হেইলি নিজের বক্তব্য প্রদান করেছেন এবং গুজবটি অস্বীকার করেছেন। তাঁর ও জাস্টিন বিবারের সম্পর্কের মাঝে সেলেনার কোনো যোগসূত্র নেই বলেও দাবি করেছেন তিনি।
সূত্র : পিপল ডটকম