NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা সৌদির কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির হৃদয়কে দ্বিতীয়বার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বললেন তামিম পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি : স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণমুখী সংসদের জন্য ই-পার্লামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ : আইন উপদেষ্টা প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : ড. ইউনূস শান্তি আলোচনা বাধাগ্রস্ত, জেলেনস্কিকে দায়ী করছেন ট্রাম্প কাশ্মীরে হামলা মোদী সরকারের পাশে দাঁড়ালো বিরোধীদলগুলো বিদেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
Logo
logo

নতুন সম্পর্কের প্রস্তুতি নিচ্ছেন মেলিন্ডা গেটস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৫ এএম

নতুন সম্পর্কের প্রস্তুতি নিচ্ছেন মেলিন্ডা গেটস

আর্ন্তজাতিক ডেস্ক: ২০২১ সালে অন্যতম একটি আলোচিত বিষয় ছিল মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাত ধনকুবের বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহবিচ্ছেদ। সম্প্রতি ফরচুন ম্যাগাজিনে মেলিন্ডা জানিয়েছেন, একটি সম্পর্কে নিজেকে কিভাবে প্রকাশ করতে হবে, তার নতুন নতুন উপায় অনুসন্ধান করছেন তিনি। সেই সাথে ভবিষ্যতে নতুন রোমান্টিক সম্পর্কে জড়ানোর আগ্রহও রয়েছে তার। 

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় ‘ফরচুন'স মোস্ট পাওয়ারফুল উইমেন সামিট’-এ ৫৮ বছর বয়সী এই বিলিয়নিয়ার জানান, বিচ্ছেদের পরবর্তী সময়টা ভয়াবহ যন্ত্রণায় কাটিয়েছেন তিনি। কিন্তু ভবিষ্যতে পেশাদার ও ব্যক্তিগত জীবন- উভয় ক্ষেত্রেই তিনি কোন ধরনের সম্পর্কে জড়াবেন, তা নিয়ে আরও গভীরভাবে চিন্তা-ভাবনা করছেন। নিজের চিন্তাভাবনাকে শাণিয়ে নিতে বিখ্যাত সাইকোথেরাপিস্ট ও লেখক এস্থার পেরেলের কাছে ‘রিলেশনাল ইন্টেলিজেন্স’ এর ওপর মাস্টারক্লাস সম্পন্ন করেছেন মেলিন্ডা গেটস।

ফরচুনের সামিটে মেলিন্ডা বলেন, পেরেল ক্ষমতার কথা বলেন। একটি সম্পর্কের গভীরে যে ক্ষমতা থাকে তা আমাদের বুঝতে হবে এবং সেটি কিভাবে দুজনে মিলেমিশে শেয়ার করবো তা ভাবতে হবে।

 

মেলিন্ডার ভাষ্য, মাস্টারক্লাসে পেরোল আরও উল্লেখ করেছেন, সম্পর্কের মধ্যে যে সহজাত ক্ষমতা থাকে সেটি সরিয়ে দেওয়া নয়, বরং দুজনে মিলে সেই ক্ষমতা আরও জোরদার করার চেষ্টা করতে হবে।

পেরোলের মাস্টারক্লাস শেষ করার পর মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা ও সুন্দর সম্পর্ক বজায় রাখার নতুন নতুন পদ্ধতি ও কলাকৌশল জানতে পেরেছেন মেলিন্ডা গেটস। এর ভিত্তিতে সামিটে উপস্থিত দর্শক-শ্রোতাদের ৪টি উপদেশ দিয়েছেন। সেগুলো হলো- ১. একক নয়, যৌথ ক্ষমতায়নে বিশ্বাস করা, ২. বিশ্বাস স্থাপন করতে ঝুঁকি নেওয়া, ৩. পক্ষপাত আচরণ না করা এবং ৪. আত্মসচেতনতা দেখানো। সূত্র: ফরচুন