NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

শ্বাসরুদ্ধকর ম্যাচে আরব আমিরাতকে হারাল ডাচরা


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১০:০৯ এএম

শ্বাসরুদ্ধকর ম্যাচে আরব আমিরাতকে হারাল ডাচরা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে তারা আরব আমিরাতকে হারিয়েছে ৩ উইকেটে। লো স্কোরিং এই ম্যাচটি ছড়িয়েছে উত্তেজনা। ফলাফল নির্ধারিত হয়েছে ১ বল বাকি থাকতে।

 

 নেদারল্যান্ডসের বাস দে লিডে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

 

আজ রবিবার ভিক্টোরিয়ার জিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। ধীরগতির ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১১১ রান। এতে অবশ্য পিচেরও দায় ছিল। আমিরাতের হয়ে সর্বোচ্চ স্কোরার ৪৭ বলে ৪১ করা ওপেনার মুহাম্মদ ওয়াসিম। এছাড়া অরবিন্দ ১৮, কাসিফ ১৫ আর চিরাগ সুরি ১২ রান করেন। ১৯ রানে ৩ ইকেট নেন নেদারল্যান্ডসের বাস দে লিডে। ২টি নেন ফ্রেড ক্লাসেন।

ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমে ডাচরাও যেন ধুঁকতে থাকে। দলীয় ১৪ রানেই প্রথম উইকেটের পতন। এরপর দেখা যায় ২৭ রানের জুটি। ভাঙা-গড়ার মাঝেই ছোট ছোট জুটিতে এগোতে থাকে ডাচরা। ১৮ বলে সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার ম্যাক্স ও'ডডের ব্যাট থেকে। এছাড়া কলিন ১৭, অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৬ রান করেন। ১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন জহুর খান। শেষ ওভারে প্রয়োজন হয় ৬ রানের। জমজমাট শেষ ওভারের এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা।