খবর প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৩ এএম
ঢাকা: কৃষিজমি সুরক্ষার স্বার্থে স্থাপনা নির্মাণে সতর্ক থাকার সুপারিশ করেছে জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটি। কমিটির বৈঠকে সংসদে উত্থাপিত ‘কৃষিজমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল-২০২২’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মো. আব্দুল মজিদ খান। বৈঠকে কমিটির সদস্য রওশন আরা মান্নান ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, ‘কৃষিজমি (যথাযথ ব্যবহার ও সংরক্ষণ) বিল-২০২২’ নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে বিলটিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে পরবর্তী বৈঠকে প্রতিবেদন পেশ করার সুপারিশ করা হয়। গত ৩১ মার্চ জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য রওশন আরা মান্নান ওই বিলটি উত্থাপন করেন।
কৃষিজমির যথাযথ ব্যবহার ও সংরক্ষণে সংসদে উত্থাপিত ওই বিলে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার পর দেশের সব কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বা অন্য কোনো কাজের জন্য ভাড়া বা ইজারা বা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। তবে ব্যক্তিগত বসবাসের জন্য ঘর নির্মাণ, কবরস্থান, শ্মশান, অন্যান্য ধর্মীয় সৎকারের স্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এই বিধান প্রযোজ্য হবে না। প্রস্তাবিত আইনে কৃষিজমির যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য তদারক কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
এদিকে বৈঠকের শুরুতে সদ্যঃপ্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও সাবেক সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করা হয়।