NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

বিশ্বকাপের আগেই নেইমারের পাঁচ বছরের জেল!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১৫ পিএম

বিশ্বকাপের আগেই নেইমারের পাঁচ বছরের জেল!

স্পোর্টস ডেস্ক: মাসখানেক পরই কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মহারণ ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে অন্যতম ফেভারিট দল ব্রাজিল। তবে আসর শুরুর আগেই তাদেরকে শুনতে হচ্ছে বড় দুঃসংবাদ। বিশ্বকাপের আগে জেল হতে পারে দলের সেরা তারকা নেইমারের!

মারাত্মক আইনের মারপ্যাঁচে পরে গেছেন ব্রাজিলিয়ান এই তারকা। তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। যে অভিযোগ প্রমাণিত হলে বিশ্বকাপে বেশ বড় একটা ধাক্কাই খেতে হবে ব্রাজিলকে।

জানা যায়, ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় আসার সময় কর ফাঁকি দিয়েছিলেন নেইমার। যে কারণে আগামী সপ্তাহেই তাকে স্পেনের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

নেইমারের বিরুদ্ধে অভিযোগ করেছে ব্রাজিলিয়ান ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস। বৃহস্পতিবার ১৩ অক্টোবর তারা জানিয়েছে, কর ফাঁকির অভিযোগে তারা নেইমারের ৫ বছরের কারাদণ্ডের শাস্তির আবেদন করবে। শুধু নেইমারই নয়, অভিযুক্তের তালিকা আরও দীর্ঘ!

একই অভিযোগের ভিত্তিতে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে বার্সেলোনার তৎকালীন দুই সভাপতি হোসে মারিয়া বার্তেম্যু এবং সান্দ্রো রোসেলকেও। বাদ যাচ্ছেন না বার্সার তখনকার সভাপতি ওদিলিও রদ্রিগেজও।

মামলার অভিযোগ পত্রে বলা হয়, নেইমার সান্তোসে থাকাকালীন সময়ে তার মোট মূল্যের ৪০ শতাংশের মালিক ছিলো ডিআইএস। কিন্তু বার্সেলোনায় আসার সময় নেইমার সেই অর্থ পরিশোধ করেনি। এমনকি নেইমারের ট্রান্সফারের সঠিক মূল্যও প্রকাশ করেনি বার্সেলোনা।

এমন অভিযোগের বিরুদ্ধে লড়তে প্রস্তুত নেইমার। নেইমারের আইনজীবী বেকার ম্যাকেঞ্জি বিখ্যাত সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, তারা স্প্যানিশ আদালতের কাছে আবেদন জানাবেন, নেইমারের পরিবারের প্রতি পরিচালিত এই মামলায় যথেষ্ট সাক্ষী প্রমানের অভাব রয়েছে।