NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুব বেশি প্রয়োজন ছাড়া ভারত-পাকিস্তান ভ্রমণ না করার পরামর্শ সরকারের সিদ্ধেশ্বরীতে ছিনতাইয়ের শিকার সেই নারীর পরিচয় জানা গেলো যুক্তরাষ্ট্রে সামরিক খাতে ৯৪৬ বিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা নিবন্ধন না করলে ইমিগ্রেশন-সুবিধা বন্ধ হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীকে সহায়তা করায় বিচারক গ্রেপ্তার প্রধান উপদেষ্টার সঙ্গে কার্ডিনাল প্রিফেক্ট কুভাকাডের সাক্ষাৎ ভারতীয় গণমাধ্যম পরিস্থিতিকে ‘অতিরঞ্জিত’ করছে - পাকিস্তানের মন্ত্রী সব আনুষ্ঠানিকতা শেষে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ১৪, আহত ৭৫০
Logo
logo

বাতিল না হলে ব্যালন ডি'অর জিতবেন বেনজিমা, লেভানদোস্কির রসিকতা


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ১০:৩৬ এএম

বাতিল না হলে ব্যালন ডি'অর জিতবেন বেনজিমা, লেভানদোস্কির রসিকতা

স্পোর্টস ডেস্ক: করোনা মহামারীর কারণে ২০২০ সালে দেওয়া হয়নি ব্যালন ডি'অর পুরস্কার। ওই বছর পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে ছিলেন তখন বায়ার্ন মিউনিখে খেলা পোলিশ তারকা রবার্ত লেভানদোস্কি। পুরস্কার বাতিল ঘোষণার পর থেকেই নানা মন্তব্য করে আসছিলেন তিনি। এবার তো রসিকতা করে বলেই ফেললেন, পুরস্কার বাতিল না হলে ব্যালন ডি'অর জিতবেন বেনজিমা।

 

 

২০২২ সালে ব্যালন ডি'অর জয়ে দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা করিম বেনজিমা। গত মৌসুমে ৪৪ গোল করে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় অবদান রাখেন তিনি।

২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল করেন লেভানদোস্কি। বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগ জেতাতেও রাখেন বড় অবদান। তাই সে বছর বাতিল হওয়া পুরস্কার জেতার জন্য আশাবাদী ছিলেন। সোমবার মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভানদোস্কি বলেছেন,'(বেনজিমা) সম্ভবত ব্যালন ডি'অর জেতার অন্যতম ফেভারিট। যদি তারা (ফ্রান্স ফুটবল) এটি বাতিল না করে তবে বেনজিমা এবারের ব্যালন ডি'অর জিততে চলেছেন। '

আগামী ১৭ই অক্টোবর ঘোষণা করা হবে ২০২২ সালের বিজয়ীর নাম। এ পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। সর্বশেষ গত বছর এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। সাতবার জিতে সবার উপরে আর্জেন্টাইন এই তারকা। পাঁচবার জিতে দ্বিতীয় অবস্থানে পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এএফপি